মোথাবাড়ি

অরণ্য সপ্তাহ উপলক্ষে চারা গাছ বিলি

 

অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগে দুই হাজার মানুষকে চারা গাছ বিলি করা হলো বৃহস্পতিবার। এদিন বিকেলে মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।

    রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগেই এদিন পথচলতি সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রয়োজন। "একটি গাছ একটি প্রাণ" এই স্লোগানকে সামনে রেখে এদিন চারাগাছ গুলি বিলি  করার কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিটি পরিবারের সদস্য অনুযায়ী একটি করে গাছ লাগালে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, সেকথাও এদিন এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছেও তুলে ধরা হয়।